• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন বানচালে স্বাধীনতা বিরোধী চক্র পায়তারা করছে: মায়া

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মে ২০২৩  

 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র পাঁয়তারা করছে। তারা বলছে- বাংলাদেশে নির্বাচন করবে না এবং কাউকে নির্বাচন করতেও দেবে না। এটা যে কত বড় অপরাধ। স্বাধীন বাংলাদেশে তারা কীভাবে বলে নির্বাচন করতে দেবে না।
রোববার গাজীপুরে শহিদ  আহ্সান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

মায়া বলেন, গাজীপুরে আগামী ২৫ মে নির্বাচনে জয়লাভ করতেই হবে ইনশাল্লাহ। গাজীপুরে নির্বাচন নিয়ে অনেক খেলা শুরু হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য এরই মধ্যে পাঁয়তারা চলছে। আমরা আইনশৃঙ্খলা আর আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি। আমাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে নির্বাচনী আচরণবিধি মেনে আমরা সবাই কাজ করবো।

এ সময় তিনি  আহ্সান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান। 

শহিদ  আহ্সান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সমাধিস্থলে আয়োজিত স্মরণসভায় আরো বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, মেহের আফরোজ চুমকি, ইকবাল হোসেন সবুজ, সাবেক এমপি আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –