• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি করব: হুইপ স্বপন 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২৩  

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, `আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি করব। এজন্য দ্রুত ইউনিয়নপর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে।'

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আগে গ্রামে গেলে মানুষ শুধু বিদ্যুৎ চাইতো। বর্তমান জয়পুরহাট জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামে যে সব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সর্দার রাশেদ মোবারক জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –