• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

`বিএনপি-জামায়াত অনির্বাচিত সরকার আনতে চায়`

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মে ২০২৩  

 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তখন দেশবিরোধী একটি চক্র নানা চক্রান্ত শুরু করেছে। তারা বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সমালোচনা করে বক্তব্য দিচ্ছে। আর তাদের সাথে জোট বেধেছে ক্ষমতালোভী বিএনপি-জামাত। বিএনপি-জামাত এই দেশে আবারো অনির্বাচিত সরকার আনতে চায়। যার কারণে তারা সারাদেশে সরকার পতনের নামে অরাজকতা চালাচ্ছে। 

পহেলা মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিকলীগের অর্ন্তভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ চট্টগ্রামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংগঠনের আহবায়ক মো. ইয়াকুবের সভাপতিত্বে সদস্য সচিব মিরন হোসেন মিলনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, মো. ঈসা, হাজী বেলাল আহমদ, হাসান মুরাদ বিপ্লব, রুবা আহসান চৌধুরী, আঞ্জুমান আরা আঞ্জু প্রমুখ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –