• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

সিটি করপোরেশনের ভোট জাতীয় নির্বাচনের রিহার্সেল: আমু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সিটি করপোরেশনের নির্বাচন কোনও মামুলি নির্বাচন নয়। এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল। এই রিহার্সেলের মধ্য দিয়ে প্রমাণিত হবে আগামী দিনে শেখ হাসিনা দেশ শাসন করবেন কী করবেন না। সেজন্য এই নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, সিটি নির্বাচনের কয়েকমাস পরেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। অনেক জাতীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিগত দিনের মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন করছেন। 

তিনি বলেন, গত দুই বছর করোনা আর এক বছরের বেশি সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেই মুহূর্তেও বাংলাদেশের মতো একটি আমদানি নির্ভর দেশের অর্থনীতি তিনি সচল রেখেছেন।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে হলে সিটি করপোরেশন নিবর্বাচন দিয়ে জয়যাত্রা শুরু করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –