• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

পদবঞ্চিত নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ফখরুলের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

 
নিজ দলের পদবঞ্চিত নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার অফিসিয়াল পেজেও সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বর্তমান ঘোষিত কমিটি বাতিলের দাবি জানাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে উপস্থিত হন। এ সময় মির্জা ফখরুল নাইট ড্রেস পরে বাসার বারান্দায় এসে নেতাকর্মীদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। এ সময় তিনি বাসার সামনে ভিড় না করতে নির্দেশ দেন।

তিনি বলেন, এটা আমার বাসা। এখানে আন্দোলন করার জায়গা নয়। এখানে আমার অনেক আত্মীয়-স্বজন রয়েছে। আপনারা গুলশান অফিসে যান। আমি সেখানে আসবো।

নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে।   

বিষয়টি নিয়ে আব্দুল হাই নামের একজন ফেসবুকে লিখেছেন-‘মিছা ফখরুল ইসলাম মানিই বিনোদন বিনোদন’।

আকাশ ইসলাম নামের একজন লিখেছেন- “আবার এই বিএনপি নাকি দেশে গণনতন্ত্র প্রতিষ্ঠা করবে? আসলেই হাস্যকর”।

রেদোয়ান বারী নামের একজন লিখেছেন- “ভুয়া একটা দল”।

এ বিষয়ে জানতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –