• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

খালেদার বিদেশ গমন ও নির্বাচন বিষয়ে সমঝোতার ইঙ্গিত বিএনপির

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩  

ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। ঈদের দিন রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান নেতারা।

বিএনপির পক্ষ থেকে এটিকে একটি রুটিন সাক্ষাৎ এবং ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় বলা হলেও ধারণা করা হচ্ছে, এই বৈঠকে নির্বাচনের ব্যপারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার বিদেশ গমনের বিষয়েও  কথাবার্তা হয়েছে এমনটাই মনে করছেন দলের নেতাকর্মীরা।

বাইরে আন্দোলনের হুমকি এবং নির্বাচনে না আসার কথা বললেও আসলে ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির একটি সমঝোতা চলছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

ক্ষমতাসীনদের সঙ্গে খালেদা জিয়ার সমঝোতা করছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আগামী নির্বাচনে বিএনপি যেন  অংশগ্রহণ করে সেই লক্ষ্যেই এই রাজনৈতিক সমঝোতার চেষ্টা। সেই সমঝোতার অংশ হিসেবেই বিএনপির জ্যেষ্ঠ নেতারদের সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সমঝোতার অংশ হিসেবেই বেগম খালেদা জিয়া সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গেও টেলিফোনে আলাপ আলোচনা করছেন বলেও খবর পাওয়া গেছে।

সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভাল নয়। বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার শর্তে বিএনপি নির্বাচনে যাবে ক্ষমতাসীনদের সঙ্গে এমন একটি সমঝোতা করারই চেষ্টা চলছে। সেই সমঝোতার প্রচেষ্টা হিসেবে ফিরোজায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া এবং বৈঠকে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তিনি তার শক্ত অবস্থান ব্যক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –