• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

অন্তর্কোন্দলে বিএনপি নেতারা, মুখ থুবড়ে পড়ার শঙ্কা  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩  

 
হাইকমান্ডের ব্যর্থতা, কোন্দল, একপেশে মনোভাব এবং নানা সমন্বয়হীনতার কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়ে দিন দিন ছোট দলে পরিণত হচ্ছে বিএনপি। দলটির দায়িত্বশীল এক নেতার বক্তব্যে এমন ক্ষোভ প্রকাশ পেয়েছে।

সিনিয়র এই নেতার মতে, জাতীয় রাজনীতিতে উপযুক্ত ভূমিকা পালন করা বাদ দিয়ে বিএনপি নেতারা একে অপরের পা টানাটানি নিয়ে ব্যস্ত। দলটি জনসম্পৃক্ততা বৃদ্ধির পরিবর্তে অন্তর্কোন্দলে জড়িয়ে রাজনৈতিক শক্তি হারিয়ে ফেলছে। এ অবস্থা চলমান থাকলে বিএনপি অচিরেই রাজনীতিতে মুখ থুবড়ে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন ঐ নেতা।

পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিজেদের ভুল-ভ্রান্তি ও বিভেদের রাজনীতির কারণে বিএনপি আজ ছোট দলে পরিণত হওয়ার পথে। এক সময়ের এত জনপ্রিয় দল আজ কোন্দলের কারণে রাজপথে দাঁড়াতে পারে না। বৃহৎ কোনো আন্দোলন করতে পারে না। আজ সভা-সমাবেশ করতে গেলে তাদের কর্মী সংকটে পড়তে হয়। নিজেদের বিরোধের কারণে আজকে বিরোধীরা আমাদের উপর চেপে বসেছে। ২০ দলীয় জোটের ছোট ছোট দল আজ বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে। এ থেকেই বোঝা যায়, বিএনপির কী দুর্দশা আজ।

দলীয় হাইকমান্ডের ওপর অসন্তোষ প্রকাশ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বিএনপির হাল ভেঙে পড়ার দশা হয়েছে। হাইকমান্ডকে অচিরেই দলের অভ্যন্তরীণ বিভেদ দূর করতে হবে। রাজনীতি করার অর্থ পালিয়ে বাঁচা নয়। রাজনীতি করতে হলে স্বার্থসিদ্ধির লক্ষ্য থেকে বিএনপি নেতাদের ফিরতে হবে। নিজেদের মধ্যে পা টানাটানি বন্ধ না করতে পারলে বিএনপি আগামীতে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তখন আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার থাকবে না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –