• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

খালেদা জিয়াকে নিয়ে বিএনপির খেলার শেষ কোথায়

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি নিয়ে একের পর এক নাটক করে যাচ্ছে বিএনপি। মুখে খালেদা জিয়ার মুক্তির কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ নিতে নিতে দেখা যায় না দলটিতে। আবার নেতাকর্মীরা আইনি পথে না হেঁটে কেবল বক্তৃতা-বিবৃতি ও দায়সারা কথাবার্তার মধ্যেই খালেদার মুক্তির আন্দোলনকে সীমাবদ্ধ রেখেছেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন। সেটি হলো- খালেদাকে নিয়ে বিএনপির এ খেলার শেষ কোথায়?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসল কারণ খতিয়ে দেখলে মনে হয়- বিএনপি খালেদা জিয়ার মুক্তিই চায় না। বরং খালেদা জিয়াকে আড়ালে রেখে রাজনৈতিক খেলা খেলতে চায় দলটি।

কেন খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যা জানতে পেরেছেন তা হলো- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনাগ্রহ ও দলের অভ্যন্তরীণ বিভক্তি।

তারেক রহমানের অনাগ্রহ যে কারণে
খালেদা জিয়া মুক্ত হলে বিএনপিতে নিজের প্রভাব হারিয়ে ফেলবেন তারেক রহমান। বন্ধ হয়ে যাবে তার চাঁদাবাজি, মনোনয়ন ও কমিটি বাণিজ্য। এসব কারণেই খালেদা জিয়াকে মুক্ত করতে আগ্রহী নন তিনি।

বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি
বিএনপির মধ্যে বিভক্তি ও মতবিরোধের কারণে খালেদা জিয়া মুক্ত হতে পারছেন না। দলের তরুণ ও ত্যাগী নেতারা শীর্ষপদ থেকে বঞ্চিত। আবার অযোগ্য ও অক্ষম নেতারা ক্ষমতার লোভে পদ ছাড়ছেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছে। ফলে পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।

রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি রাজনৈতিক খেলায় মেতে আছে। বাস্তবে তারা চাইছে- খালেদা জিয়া আরো কিছুদিন সাজাপ্রাপ্ত অবস্থায় থাকুন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –