• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

খালেদাকে নিয়ে বিএনপির খেলার শেষ কোথায়

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

 
খালেদা জিয়ার মুক্তি নিয়ে একের পর এক নাটক করতে করতে বিরক্ত হয়ে বিএনপি। বর্তমানে থেমে গেছেন দলটির নেতাকর্মীরা। আইনি পথে না হেঁটে কেবলমাত্র বক্তৃতা-বিবৃতি ও দায়সারা কথাবার্তার মধ্যেই খালেদার মুক্তির আন্দোলনকে সীমাবদ্ধ রেখেছেন তারা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন- খালেদাকে নিয়ে বিএনপির এ খেলার শেষ কোথায়?

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মুক্তি চাইছে না বিএনপি। বরং খালেদা জিয়াকে আড়ালে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান, মেরুকরণ সুনির্দিষ্ট করতে চাইছে দলটি।

কেন খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যা জানতে পেরেছেন তা হলো- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনাগ্রহ ও দলের অভ্যন্তরীণ বিভক্তি।

তারেক রহমানের অনাগ্রহ
খালেদা জিয়া মুক্ত হলে বিএনপিতে নিজের প্রভাব হারিয়ে ফেলবেন তারেক রহমান। বন্ধ হয়ে যাবে তার চাঁদাবাজি, মনোনয়ন ও কমিটি বাণিজ্য। এ কারণেই খালেদা জিয়াকে মুক্ত করতে আগ্রহী নন তিনি।

বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি
বিএনপির মধ্যে বিভক্তি ও মতবিরোধের কারণে খালেদা জিয়া মুক্ত হতে পারছেন না। দলের তরুণ ও ত্যাগী নেতারা শীর্ষপদ থেকে বঞ্চিত। আবার অযোগ্য ও অক্ষম নেতারা ক্ষমতার লোভে পদ ছাড়ছেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব চলছে। ফলে পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি রাজনৈতিক খেলায় মেতে আছে। বাস্তবে তারা চাইছে খালেদা জিয়া আরো কিছুদিন সাজাপ্রাপ্ত থাকুন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –