• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহর খোঁজ নেয়নি বিএনপির কেউ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩  

 
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে এখন পর্যন্ত বিএনপির কেউ তার খোঁজ নেয়নি।

অসুস্থ জাফরুল্লাহর বিষয়ে বিএনপির কোনো নেতা খোঁজ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার আত্মীয়-স্বজনরা ও শুভাকাঙ্ক্ষীরা।

অসুস্থ ডা. জাফরুল্লাহকে সন্দেহের চোখে দেখায় দলের পক্ষ থেকে তার সঙ্গে এমন বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তার আত্মীয়-স্বজনরা।

তারা বলেন, জাফরুল্লাহ চৌধুরী বিএনপির জন্য যা করেছেন তা আর কেউ করতে পারেনি। খালেদা জিয়াসহ দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিনা পয়সায় দিয়েছেন তিনি। অথচ আজকে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলেও দলের কেউ তার খোঁজ নিচ্ছেন না। তার উন্নত চিকিৎসা দরকার অথচ এমন কাউকে পাশে পাচ্ছি না, যারা জাফরুল্লাহ চৌধুরীকে বিদেশ নিয়ে যেতে সাহায্য করবেন। কেউ তো বিএনপির কাছে অর্থ সাহায্য চাইনি। শুধু ভালোবাসাটুকু চেয়েছে।

তারা আরো বলেন, বিএনপির রাজনীতি অবিশ্বাসে ভরপুর। তারা আজও জাফরুল্লাহ চৌধুরীকে ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে বিবেচনা করেন। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে?

এই বিষয়ে দুঃখ প্রকাশ করে জাফরুল্লাহ চৌধুরীর একজন ঘনিষ্ঠ স্বজন বলেন, তিনি আজকে কতদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু বিএনপির কেউ তার খোঁজ নেয়নি। ফায়দা লুটার রাজনীতিতে অবহেলিত হয়ে পড়েছেন তিনি। বিএনপির বুদ্ধিদাতা না হয়ে তিনি অন্য যেকোনো পার্টি করলে, আজকে তাকে দেশে পড়ে থাকতে হতো না। কবেই তিনি সিঙ্গাপুর যেতে পারতেন। হায়রে বিএনপির রাজনীতি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –