• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

দেড় যুগ ধরে আন্দোলনের স্বপ্ন দেখছে বিএনপি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  

 
প্রায় দেড় যুগ ক্ষমতায় বাইরে বিএনপি। নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য লেগেই আছে। ফলে দলটি এখনো ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে পারেনি। বিগত সময়ে দলের সিনিয়র নেতাদের আন্দোলন সংক্রান্ত বক্তব্য নিয়ে রাজনীতিতে চলছে কঠোর সমালোচনা। তাদের বক্তব্যকে হাস্যরসের সঙ্গে তুলনা করে বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন।

এর আগে, একটি দোয়া ও ইফতার মাহফিলে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, রোজা গেলে আপনারা বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে। যারা বলেন- কোন ঈদের পর বিএনপি আন্দোলন, তাদেরকে বলতে চাই তারিখ দিয়ে আন্দোলন হয় না।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মির্জা আব্বাসের বক্তব্যকে রাজনৈতিক হাস্যরসের খোরাক বলে মনে করছেন। তাদের মতে, বিএনপি কোনোদিনও আন্দোলনের দিন-তারিখ নির্ধারণ করতে পারবে না। কারণ, বিএনপি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত নয়। দলে সমন্বয়হীনতার অভাব রয়েছে। আর জনগণ বিএনপিকে ভরসা করে অতীতে যে ভুল করেছে, সেই ভুলের পুনরাবৃত্তি করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, আন্দোলনের নামে বিএনপি প্রতিবার দলটির নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে। গত দেড় যুগ ধরে আন্দোলনের নামে স্বপ্ন দেখছে বিএনপি। দেশবাসী ও দলটির নেতাকর্মীরা রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করে দেশকে আর পিছিয়ে দিতে রাজি নন। তাই তাদের আন্দোলন আর গড়ে ওঠে না। ঈদ যায় ঈদ আসে, বিএনপির আন্দোলন জমে না।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –