• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

আন্দোলন ডেকে গর্তে ফখরুল, বিএনপিতে ক্ষোভ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

 
দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। লন্ডনে পলাতক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন পরিস্থিতিতে বিএনপির অঘোষিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সম্প্রতি দলীয় নেতাকর্মীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি।

নেতাকর্মীদের অভিযোগ, রমজানের আগে ও রমজান কেন্দ্রিক আন্দোলন-কর্মসূচির ডাক দিয়ে সারাদেশে নেতাকর্মীদের রাজপথে নামিয়ে হঠাৎ গর্তে লুকিয়েছেন মির্জা ফখরুল। এরপর আবার গর্ত থেকে উঁকি দিয়ে বলছেন, রমজানে কোনো কর্মসূচি নয়- কঠোর আন্দোলন হবে রমজানের পর।

দলীয় সূত্র জানিয়েছে, মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতেই চলছে বিএনপির কর্মসূচিগুলো। তবে তার নেতৃত্বে কোনো আন্দোলনেই সফলতা আসেনি। এ কারণে ফখরুলের রমজানের পর নতুন আন্দোলনের ঘোষণা নিয়ে ক্ষুব্ধ বিএনপির কেন্দ্রীয় এবং তৃণমূল নেতাকর্মীরা।

তারা বলছেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির আন্দোলন-কর্মসূচি বরাবরই ব্যর্থ। চলমান যুগপৎ আন্দোলন সফল করার শেষ সুযোগ ছিল রমজান মাস পর্যন্তই। এ অবস্থায় আন্দোলন নিয়ে মির্জা ফখরুলের নতুন ঘোষণায় বিএনপির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, যেকোনো আন্দোলনে সফলতার অন্যতম শর্ত যোগ্য নেতৃত্ব। আর বিএনপিতে যোগ্য কোনো নেতা কখনোই ছিল না। মির্জা ফখরুলও বড় আন্দোলনের দায়িত্ব কাঁধে নিয়ে দিশাহীন হয়ে পড়েছেন। এ কারণে রাজনীতির মাঠে বারবার হোঁচট খাচ্ছে দলটি। এভাবে চলতে থাকলে অচিরেই নেতাদের পাশাপাশি কর্মীদেরও হারাতে হবে বিএনপিকে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –