• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘লুকোচুরি নয়, আ.লীগের সঙ্গে নির্বাচনে যেতে চাই’

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা ১৪ দলের সঙ্গে নির্বাচনে ঐক্য করার চেষ্টা করছি। এটা অত্যন্ত স্পষ্ট। আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যেতে চাই। এর মধ্যে কোনো লুকোচুরি নেই।

শনিবার বিকেলে রাজধানীর মধ্য বাড্ডায় যুক্তফ্রন্টের রাজনৈতিক কার্যালয়ে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের যৌথসভায় বি. চৌধুরী এসব কথা বলেন।

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো ধরনের জোট করা হবে না বলেও জানান চারদলীয় জোট সরকারের আমলের সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, আলোচনা চলছে। তবে জোটবদ্ধ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

বি.চৌধুরী বলেন, ১৪ দল এবং আমরা সহযোগিতার মধ্যে ভবিষ্যতে কী করতে পারি তা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে।

জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির ভূমিকা প্রসঙ্গে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নির্বাচন কমিশনকেই সৃষ্টি করতে হবে। আশা করি তারা সেটি করবেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –