• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না ইসি’

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

 নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এমনটা চায় না নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় দিতে চায় না নির্বাচন পরিচালনা করা এই প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) শাহাদাত হোসেন।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এই কমিশনার।

নিরপেক্ষতার ব্যাপারে কাউকে কোন রকম ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই যার যার অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে ইসি আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন এই নির্বাচন কমিশনার।

এর আগে গতকাল শুক্রবার নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছিলেন, ‘পৃথিবীর কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না। তবে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, যা নিয়ে কারও প্রশ্ন থাকবে না।’

এর আগে নির্বাচন কমিশনের দেয়া এক আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় শোডাউন করা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমনটি না করতেও সতর্ক করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র নেয়ার সময় নেতাকর্মীদের শোডাউন দেয়ার পরিপ্রেক্ষিতে ইসি এই সতর্কতা আদেশ দিয়েছিলো।

ইসির ওই আদেশে আরো বলা হয়, তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র গ্রহণ বা জমা দেয়ার সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনসহকারে মিছিল ও শোডাউন করা হচ্ছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০০৮-এর ৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ভোট ৩০ ডিসেম্বর হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –