• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন রমেশ চন্দ্র সেন

ডেস্ক রির্পোট

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮  

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন রমেশ চন্দ্র সেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগের পক্ষে নৌকা মার্কায় মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
বুধবার(২৮-নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে রমেশ চন্দ্র সেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ড.কে.এম কামরুজ্জামান সেলিমের হাতে এই মনোনয়ন পত্র জমা দেন।

এছাড়া, ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসন থেকে জেলা ওর্য়াকাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র ও মহাজোটের প্রার্থী হিসেবে হাফিজ উদ্দিন আহম্মেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 রমেশ চন্দ্র সেন মনোনয়ান পত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগের সরকার যেভাবে উন্নয়ন করে গেছে তার কোন বিকল্প নেই। সেই সাথে আমাদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় এই সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে। আমরা আশাবাদী সামনের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামীলীগের সরকারের বিজয়ী নিশ্চিত হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –