• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ইশতেহারে তরুণদের জন্য কর্মসূচি রাখার নির্দেশনা

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

নির্বাচনী ইশতেহারে তরুণদের কর্মসূচি রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিজ দলের নির্বাচনী ইশতেহারে তরুণদের আকুষ্ট করতে কর্মসূচি রাখার নির্দেশ দেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটাররা সব আসনে ভোট দিতে পারবেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সভাপতি এবং ইশতেহার উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।

কবে ইশতেহার প্রকাশ করা হবে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, প্রতীক বরাদ্দের পর দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন। এরপর থেকে ইশতেহার সবার জন্য উন্মুক্ত হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –