• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপির প্রতিটি আসনে দুজনকে মনোনয়ন-মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রায় প্রতিটি সংসদীয় আসনে দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যেন কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।

সোমবার বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার, গুম, খুন করা হচ্ছে। এ পরিস্থিতিতে কখনোই আবাধ সুষ্ঠ নির্বাচনের কোনো অবকাশ নেই। তবু আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে আন্দোলন সৃষ্টি করে খালেদ জিয়াকে মুক্ত করার জন্য।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ হলো প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজুর আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –