• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কে হচ্ছেন মাশরাফির প্রতিদ্বন্দ্বী?

ডেস্ক রিপোর্ট :

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  


নড়াইল-২ আসনে একাদশ সংসদ নির্বাচনে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। এরমধ্যে নৌকার টিকিট পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিএনপিসহ ঐক্যজোটের নেতারা নিজ নিজ দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এবার নির্বাচনে আওয়ামী লীগ আসনটি ধরে রাখতে চায়। আর বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে আসনটি দখলে নিতে চায়। মাশরাফি নৌকার টিকিট পেলেও নড়াইল-২ আসনে কে হচ্ছেন মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী? এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।

সূত্র বলছে, নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন- সাবেক ছাত্রনেতা বর্তমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল-২ আসনের সাবেক এমপি শরীফ খসরুজ্জামানের ছেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ আখতার-উজ-জামান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু ও শাহরিয়ার আলম।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ধানের শীষ প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার।

সাবেক এমপি (৪ দলীয় জোট) মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন। তিনিও ঐক্যজোটের একক প্রার্থী হিসেবে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে আসতে পারেন। এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে।

নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন, লোহাগড়া পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫১১ জন। পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৫৬ হাজার ৮৮৭ জন ও মহিলা ভোটার এক লাখ ৬০ হাজার ৬২৪ জন। একাদশ সংসদ নির্বাচনে নড়াইলের এ আসন থেকে আওয়ামী লীগ বরাবরই ভালো ফলাফল করেছে। ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে। তবে ১৪ সালে আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান এমপি শেখ হাফিজুর রহমান। আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।
 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –