• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ৩ লাখ টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুন ২০২৪  

ঠাকুরগাঁওয়ে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় মো. সারোয়ার হোসেন নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে ইউএনও মোছা. আফসানা কাওসার এ জরিমানা আদায় করেন।

সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

ইউএনও মোছা. আফসানা কাওসার বলেন, পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনে আদায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –