• বুধবার ২৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ১২ ১৪৩১

  • || ১৮ জ্বিলহজ্জ ১৪৪৫

পীরগঞ্জে ৩০ জনের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৪  

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে লিভার, কিডনী, সিরোসিস, স্ট্র্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩০ জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনের এসব চেক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি  জয়নাল আবেদীন বাবুল ও সহসভাপতি বুলবুল আহাম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –