• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

গ্রামজুড়ে কুকুর আতঙ্ক, আহত ৩

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৪  


ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে কুকুরের কামড়ে তিনজন আহত হয়েছেন। ফলে কুকুর আতঙ্ক রয়েছেন এলাকাবাসী। বুধবার (২২ মে) এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- দৌলতপুর মাঝপাড়া গ্রামের আবিদুল ইসলামের ছেলে সিয়াম ইসলাম, দুলাল ইসলামের ছেলে সাজ্জাদ ও একই গ্রামের বাচ্চু ইসলামের স্ত্রী আলেয়া বেগম।

স্থানীয় বাসিন্দা নাসিম ইসলাম বলেন, বুধবার সকালে একজনকে ও সন্ধ্যায় দুজনকে কামড় দিয়েছে কুকুর। আমরা কুকুরটিকে খুঁজেছি কিন্তু পাইনি। এখন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে মানুষ। আমরা সকলে আতঙ্কে আছি। 

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, কয়েকজন আহত হয়েছেন এমন খবর পেয়েছি। তাদের চিকিৎসা নেয়ার ব্যাপারে বলা হয়েছে। আর এটি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। 

ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখায়রুল সজীব বলেন, কুকুর কামড়াকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে এসে চিকিৎসা নেয়া উচিত। ভ্যাকসিন না নেয়া হলে জলাতঙ্ক রোগ হতে পারে৷ যার কোনো চিকিৎসা নেই। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমরা আহত হওয়ার খবর পেয়েছি৷ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –