• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঘন কুয়াশায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রোববার সকালে জেলার ভুল্লি কচুবাড়ি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নওগাঁর পত্নীতলা গ্রামের সুশীলের ছেলে লিটন, টাঙ্গাইলের ভুয়াপুর থানার সিরাজ কান্দি গ্রামের রফিকুলের ছেলে সন্দীব, একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে রঞ্জু এবং নওগাঁ জেলার বাগমারা গ্রামের শচীনের ছেলে চঞ্চল। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সারোয়ার হোসেন।

তিনি বলেন, সকালে ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক পঞ্চগড় থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে যাচ্ছিলেন যাত্রীবাহী বাসটি। পথে কচুবাড়ি এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –