• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

প্রাইমারির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন রোজি     

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা খেলেন মোছা. রোজি আক্তার (২৭) নামে এক চাকরিপ্রার্থী। 

বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে রোজির হাতের লেখার সঙ্গে খাতার লেখা মেলানোর পর এই জালিয়াতি ধরা পড়ে। পরে তাকে আটক ক‌রে পুলি‌শে সোপর্দ ক‌রে নিয়োগ বোর্ডের সদস্যরা। আটক রোজি আক্তার হ‌রিপুর উপজেলার মেদনি সাগর গ্রা‌মের ওবায়দুর রহমানের স্ত্রী।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান।  

মুনছুর রহমান জানান, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন রোজি আক্তার। পরে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। কিন্তু লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের 
লেখায় গড়মিল দেখা দেয়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন।

ওই শিক্ষা কর্মকর্তা আরও ব‌লেন, তার হয়ে যিনি খাতা জমা দিয়ে গেছেন তার স্বাক্ষর আর রো‌জি আক্তা‌রের স্বাক্ষ‌রে অ‌মিল থাকায় জালিয়াতির বিষয়‌টি আরও স্পষ্ট হয়। 

সদর থানা পুলিশের ও‌সি এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ ব‌লেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –