• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘খুব খুশি লাগেছে আইজ’

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

‘দুই বছর আগুত অন্য জনকার জমিত বাড়ি বান্ধে ছিনু৷ মেলা কাথা শুনিবা হইচে। অনেক কষ্ট হইছে হামার। তারপর আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ঘর দিছে। ফের জমিসহ লিখে দিছে হামাক। কয়েকদিন থেকে খুবেই জার করেছে। বাতাস খান শরীরটা হেম করে দিছে। রাতের খাবার খেয়ে ঘুমাইছিনু। হঠাৎ করে রাত ১২ টার পর ডিসি স্যার আসেহেনে একটা মোটা কম্বল দিল। এইডা কম্বল খুবে গরম হবে। এভাবে কমল পাম আশা করুনি। খুব খুশি লাগেছে আইজ।’

এভাবেই নিজের আত্মতৃপ্তির কথা বলছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহড়পাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বৃদ্ধ আব্দুল জলিল। বৃহস্পতিবার রাতে বাড়ি বাড়ি আশ্রয়ণে থাকা বাসিন্দাদের শীতবস্ত্র তোলে দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

শীতবস্ত্র পাওয়া আরেক বাসিন্দা বিলকিস বেগম বলেন, ‘সূর্য কয়েকদিন থেকে দেখা যাচ্ছে না। হিম বাতাসের কারণে শরীর শীতল হয়ে যাচ্ছে। আজকে মোটা কম্বল পেলাম কিছুটা হলেও স্বস্তি হবে।’

শীতবস্ত্র বিতরণ শেষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বরাবরই জেলার মানুষকে শীতের সাথে সংগ্রাম করে চলতে হয়। এবারো কয়েকদিন থেকে শীতের প্রকোপতা বেশি। মাননীয় প্রধানমন্ত্রীর শীতের উপহার জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও আমি বিত্তবান ও বিভিন্ন সংস্থাকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান করছি।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –