• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ২ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩  

শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে ও ভিটামিনের ঘাটতি পূরণে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষে ঠাকুরগাঁওয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাচঁটি উপজেলায় ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে মোট ২ লাখ ১৮ হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।  

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহম্মেদের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় সিভিল সার্জন স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. আব্দুল হান্নান বলেন, জেলার মোট ৫ টি উপজেলার ১৮৯টি ওয়ার্ডে ১ হাজার ৩৮৮টি টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৩ হাজার ৫৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

টিকাদান কেন্দ্রগুলোতে মাঠ পর্যায়ে ১৩৩ জন স্বাস্থ্যসহকারী, ২১২ জন পরিবার কল্যাণ সহকারী, ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবক এবং প্রথম সারির ১৭৪ জন সুপারভাইজার থাকবেন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরে যদি কোনো শিশুর সমস্যা দেখা দেয় তাহলে তাৎক্ষণিক চিকৎসকের কাছে যাওয়ার এবং ছয় মাস বয়সী শিশুদের মায়ের দুধ পানের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানো, দুধদানকারী মায়েদের হলুদ ও রঙিন শাকসবজি এবং ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল খাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।

এসময় সিভিল সার্জন কার্যালয়ের ডা. মোছা. শিরিন আকতারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –