• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

অবরোধের প্রভাব নেই ঠাকুরগাঁওয়ে, যান চলাচল স্বাভাবিক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩  

বিএনপির ডাকা ষষ্ঠ দফায় অবরোধের দ্বিতীয় দিনেও স্বাভাবিক রয়েছে ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি। নেই অবরোধের তেমন কোনো প্রভাব। তবে অপ্রীতিকর অবস্থা এড়াতে মাঠে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার জেলায় চলতে দেখা গেছে বাসসহ ছোট সব ধরনের যানবাহন। রাস্তা-ঘাটে মানুষের চলাচল ছিল অন্যান্য সবদিনের মতোই স্বাভাবিক। দোকান-পাটও খুলতে দেখা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। 

এদিকে, জেলাজুড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তবে সড়কে বিএনপির কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি। যদিও শহরের বেশ কিছু জায়গায় শান্তি সমাবেশ করছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যাতে প্রভাব না পড়ে এদিকটিই দেখছি আমরা। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –