• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আয়োজনে সদর উপজেলার টাঙন ব্যারেজ প্রকল্প এলাকায় এক কৃষকের শস্য কর্তনের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাপাউবো’র জেলা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছুল হক ও উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়। এছাড়া প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

টাঙন ব্যারেজ সেচ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে এক হাজার ৪০০ হেক্টর জমিতে আমন আবাদে সম্পূরক সেচ প্রদান সম্ভব হয়েছে। এতে নয় হাজার ১০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি টাকা এবং এর ফলে ১২ কোটি টাকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –