• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩  

 
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে আজ সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা পর্যায় বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা  প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে থেকে উক্ত ভিডিও কনফারেন্সিং এর সাথে সরাসরি সংযোগ স্থাপন( ১০০-১২০জন) করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু ,সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমুখ।

ঠাকুরগাঁওয়ের জেলা ও উপজেলা ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমগুলো হলো-ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় প্রাইমারি স্কুল ভবন নির্মাণ- ৩৬ টি,  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ- ০৯টি, কারিগরি ও মাদ্রাসার একাডেমী ভবন নির্মাণ-০৪টি, জেলা/ উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ-০২ টি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –