• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রশিক্ষণ কর্মশালা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে সহায়ক কর্মচারী ও কোর্ট পুলিশ এর প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার প্রমুখ।

এ সময় প্রশিক্ষণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ কোর্ট পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিখছি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –