• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যে কারণে নবজাতক সন্তানকে বিক্রি করলেন মা!

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩  

ঋণের টাকা পরিশোধ করতে নবজাতককে বিক্রি করার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নগরীর গোয়ালপাড়া গ্রামের রায়হান মিয়ার স্ত্রী শিল্পী বেগম ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া তার নবজাতক ছেলে সন্তানকে (বয়স ০২দিন) ৩০হাজার টাকার বিনিময়ে জনৈক নিঃসন্তান জসীমউদ্দীনের নিকট স্বেচ্ছায় বিক্রি করে দেন। গত ১২ বছরের বিবাহিত জীবনে শিল্পী বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক তার চতুর্থ সন্তান। চতুর্থ সন্তান গর্ভে আসার পর তার স্বামী ভ্যান চালক মোঃ রায়হান মিয়া ঝগড়াঝাটি করে হঠাৎ একদিন বাড়ি থেকে চলে যায়। উপায় না পেয়ে সংসার চালাতে শেফালি বেগম অনেক টাকা ঋণ করেন।

তবে সন্তান বিক্রির ৩০ হাজার টাকার মধ্যে ১৫০০০ টাকা কৌশলে হাতিয়ে নেন মধ্যস্থতাকারী মিনি বেগম ও মাহমুদা বেগম। মাহমুদা বেগম আউটসোর্সিং এর ঝাড়ুদার হিসেবে সদর হাসপাতালে কর্মরত আছেন বলে জানা যায়।

দালাল চক্রের সদস্য মিনি বেগম জানান, তিনি এই বছর পাঁচটি শিশু কেনাবেচার কাজ করেছেন। কোনো সমস্যা হয়নি। ক্রেতাদের সাধ্য অনুযায়ী বাচ্চার ব্যবস্থা করে দেন তিনি।

নবজাতক শিশুর ক্রেতা জসিম জানান, বিয়ে করেছেন ১৫ বছর। অনেক চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আর বাবা হতে পারবেন না, তাই বাচ্চা কিনেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, নবজাতক কেনাবেচার কোনো সুযোগ নেই। এটি অপরাধ। এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –