• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে কর্মচারী কল্যাণ বোর্ডের কার্যক্রম বিষয়ক কর্মশালা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কার্যক্রম বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোঃ মাহবুবুর রহমান জেলা প্রশাসক ঠাকুরগাঁও এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর যুগ্ম সচিব ও অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন ও অর্থ) ডঃ মোঃ জিয়াউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক একে আজাদ আল শামস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, বিআরডিবি ঠাকুরগাঁও এর উপ-পরিচালক আব্দুল্লাহিল রেজাউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন কর্মচারী কল্যাণ বোর্ড কেবল ২০ থেকে ১৩ গ্রেডের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য নয়। কর্মচারী কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ কর্মকর্তারাও ভোগ করতে পারবেন। কর্মচারী কল্যাণ বোর্ডের সদস্যগণ অনেক সময় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাওয়ার যে আবেদন করে সেই আবেদনে অনেক সময় ভুল থাকার কারণে তারা আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়। আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে আবেদন করতে হবে। তাছাড়া কর্মচারীগণ কোন কোন খাতে কত টাকা আর্থিক সাহায্য সহযোগিতা পাবে তার বিশদ আলোচনা করেনসহ কর্মচারী কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –