• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও-২: নৌকার প্রার্থী হতে চান টুলু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

 
ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলাম। দীর্ঘ ৩৫ বছর ধরে এই আসনের ভার তারই হাতে। তার আধিপত্যে এই আসনে বিকল্প প্রার্থী সামনে আসেনি। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিতে দবিরুলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হয়েছে মোস্তাক আলম টুলু।

বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন (ধর্মগড় ও কাশিপুর) নিয়ে ঠাকুরগাঁও-২ আসন গঠিত। 

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার তরুণ ও নারী সমাবেশে নিজের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি। উন্নয়নের জোয়ারের মধ্যেও ঠাকুরগাঁও-২ আসন অবহেলিত ও বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন। মোস্তাক আলম টুলু বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশে উন্নয়নের ধারা অব্যাহতভাবে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরও এগিয়ে যাবে, এগিয়ে যাব আমরা। তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে সমাবেশে নারী ও তরুণদের আহ্বান জানাই।’ 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে বক্তব্য দেন গেদুরা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি তসিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাহাদাৎ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহাম্মেদ মানিক।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –