• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্তে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩  

 
আজ সকাল ১১টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর মশালগাও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৫ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বালিহারা নামক স্থানে বিজিবির এর আহবানে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাৎতে বিজিবি এর পক্ষে নেতৃত্বদেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধিনায়ক বিএ- ৬৫১৯ লেঃ কর্নেল আহসান উল ইসলাম পিএসসি,আটিলারী, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক  বিএ- ৬৮৯৬ মেজর এ বি এম শাহরিয়ার সুমন, এসি স্যার, সাথে ১৪ জন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বদেন ৭২ বিএসএফ  ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুনিল কুমার সিং , স্টাফ অফিসার ০১ জন, কোম্পানি কমান্ডার ০৫ জন, অন্যান্য ০৩ জন সহ সর্বমোট ১০ জন উপস্থিত ছিলেন।

বিএসএফ কমান্ড্যান্ট কর্তৃক নিম্নবর্ণিত পয়েন্ট আলোচনা করেনঃ

ক। গবাদি পশু চোরাচালান রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
খ। চোরাকারবারী কর্তৃক তারকাঁটার বেড়া কাটা বন্ধ করা। 
গ। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা। 
ঘ।  অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে  মাছ শিকার /গবা‌দি পশু চারন/  বন্ধ করা।
ঙ। চোরাচলান প্রতিরোধে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক তথ্য শেয়ারিং করা
চ। জয়েন্ট পেট্রোলিং এর মাধ্যমে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা সনাক্ত করা।


বিজিবি অধিনায়ক কর্তৃক নিম্নবর্ণিত পয়েন্ট আলোচনা করেনঃ

ক। সীমান্তের শূন্য লাইন সংলগ্ন জমি সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে  সমাধান করা।
খ। বিজিবি বিএসএফের সমন্বিত টহল ক্রমান্বয়ে বৃদ্ধি করা।
গ।  এলাকায় বিএসএফ কর্তৃক নজরদারি বৃদ্ধি করা।
ঘ। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর অহেতুক ফায়ার না করা।

আলোচ্য বিষয়ে উভয় দেশের অধিনায়ক কর্তৃক যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে দিনাজপুর ব্যাটালিয়ান, ঠাকুরগাঁও ব্যাটালিয়ান অধিনায়ক কর্তৃক বিএসএফ দের উপহার প্রদানের মাধ্যমে উভয় দেশের মঙ্গল কামনা করে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক সম্পন্ন করে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –