• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাপোশ তৈরী করে ভাগ্য বদল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ে পাপোশ তৈরী করে স্বাবলম্বী হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারী। সাবিনা টপ্প নামে ওই নারী এখন অন্য নারীদের এই কাজের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছেন। এরইমধ্যে বেশ কয়েকজন নারীর কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। এতে পরিবর্তন এসেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারীদের জীবনযাপনে। 

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের বাসিন্দা সাবিনা টপ্প। ‘ওরাও’ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই নারী পেশায় একজন পাপোশ তৈরীর কারিগর। ২০১৮ সালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও’র ‘প্রেমদীপ’ প্রকল্পের আওতায় ও দাতা সংস্থা ‘হেকস ইপার’ এর সহযোগিতায় পাপোশ তৈরীতে এক মাসের প্রশিক্ষণ নেন সাবিনা টপ্প।

পরবর্তীতে বাসার উঠানে টিন শেড দিয়ে তৈরী করেন একটি ঘর। সেখানে প্রথমে ৬জন নারীকে প্রশিক্ষণ দিয়ে শুরু করেন পাপোশ বানানোর কাজ। ধীরে ধীরে বাড়তে থাকে কর্মীর সংখ্যা। বর্তমানে ১৬ জন নারী পাপোশ তৈরী করেন সাবিনা টপ্পের বাসায়। যারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

প্রতিদিন বাসার কাজ শেষে নারীরা সারিবদ্ধ হয়ে পাপোশ তৈরীর কাজ শুরু করেন। দৈনিক ৩২০ পিস পাপোশ তৈরী করেন তারা। মাসে একজন নারী পাপোশ তৈরী করে ৬ থেকে ৭ হাজার টাকা আয় করেন। যা দিয়ে অনেকের সংসারে ফিরেছে স্বচ্ছলতা।

আগামীতে আরও বেশি নারীকে এই প্রশিক্ষণের আওতায় আনার আশ্বাস দিয়েছেন  ‘ইএসডিও’ এর কর্মকর্তা ওয়ালিউর রহমান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –