• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

আশুলিয়ায় তিন খুনের ঘটনায় বিচার চাইলেন স্বজনেরা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

 
গত শনিবার সাভারের আশুলিয়ায় একটি ভবনের ফ্ল্যাট থেকে বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

খবর পেয়ে ওই রাতেই গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে সাভারে চলে যান নিহতের বড় ভাই আয়নাল হক। পরে গত রোববার এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন তিনি।

নিহতদের পরিবার ও এলাকাবাসী বলছে, দরিদ্র পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে বাবুল ২০ বছর আগে ঢাকায় যান। সেখানে স্ত্রী-সন্তান নিয়ে কোনোভাবে চলছিল তাদের সংসার। তারা স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন। 

কোষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বাবুলের বিরুদ্ধে এলাকায় কখনো কারও অভিযোগ শুনিনি। এমন কি হয়েছে, যার কারণে পুরো পরিবারসহ গলা কেটে হত্যা করা হলো। যারা গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এলাকাবাসী তাদের বিচার চাই, ফাঁসি চাই।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –