• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

 
আজ ১০.৩০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সমাজ সেবা অধিদপ্তর ,ইএসডিও ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরণ মমতায় ও মমতাময়ী সম্মাননা স্মারক ও ইএসডিও কর্তৃক শ্রেষ্ঠ প্রবীণ ও প্রবীণদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রবীণ হিতৈষী সংঘ এর সভাপতি মুহাম্মদ জালাল উদ দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুনসহ প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠির চেতনাকে জাগ্রত করার জন্য ১৯৯১ সাল  থেকে ১লা অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস' হিসেবে পালন করা হয়। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রবীণদের কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া, সকলকে প্রবীণদের প্রতি আরো সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –