• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাকিল মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মিলনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। শাকিল লস্করা পাবনাইয়াপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই বিদ্যালয়ের একটি গাছের জলপাই বিক্রি করা হয় পাশের এলাকার শমসের আলীর কাছে। শনিবার দুপুরে শমসের ও তার ছেলে শাকিল জলপাইগুলো পাড়তে যায়। এ সময় শাকিল ২৫ ফুট উচ্চতার গাছটিতে উঠলে বৃষ্টি শুরু হয়। পা পিছলে তিনি বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে তার বাবা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, বাবার চোখের সামনে সন্তানের এ মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না। এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –