• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দাঁতের ব্যথা সইতে না পেরে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন গৃহবধূ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে দুলালী আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি শহরের টিএন্ডটি এলাকার আকিমুল ইসলামের স্ত্রী।

শুক্রবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ঐদিন সন্ধ্যায় তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।

দুলালীর বাবা দুলাল মোহাম্মদ জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় দুলালীর স্বামী আকিমুল দাঁত ব্যথার ওষুধ আনতে বাজারে যান। এ সময় দুলালী দাঁতের ব্যথা সহ্য করতে না পেরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুলালীর মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূ মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –