• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৩

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

  
রংপুর রেঞ্জাধীন ঠাকুরগাঁও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রশিক্ষণ সেডে মোঃ মাহবুবুর রহমান জেলা সমাবেশ-২০২৩ ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস, পরিচালক ও রেঞ্জ কমান্ডার,রংপুর রেঞ্জ,রংপুর । বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মোছাঃ লিজা বেগম,অতিরিক্ত পুলিশ মুপার,,ঠাকুরগাঁও। ডাঃ আব্দুল বাসার মোঃ সাইফুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার,সদর,ঠাকুরগাঁও। ড.লুৎফর রহমান,বিভিএমএস,পরিচালক, ১ আনসার ব্যাটালিয়ন,ঠাকুরগাঁও।  মোঃ সিরাজুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী,নেসকো পিএলসি,ঠাকুরগাঁও। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান,পুরুষ্কার বিতরন ও যাতায়াত ভাতা বিতরণ শেষে- অনুষ্ঠান সমাপ্ত করা হয়

৪। পুরুষ্কারঃ‌
১। বাইসাইকেলঃ------১২ টি,
২। ছাতা----------------১২ টি,
৩। মগ ম্যালামাইন ---২৫০ টি,
৪। ডিনার সেট ----------০১ টি,
৫। ভ্যালেন্ডার -----------০২ টি,
৬। ক্রেস্ট -----------------০৭ টি,
সর্বমোট পুরস্কারঃ ২৮৪ টি।

যাতায়াত ভাতা বাবদ ৪০০/-টাকা,ম্যালামাইন মগ এবং খাবার প্যাকেট প্রত্যেক সদস্য-সদস্যাদের হাতে প্রদান করতে দেখা যায়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –