• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কৃতি সংবর্ধনা পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের আয়োজনে সংবর্ধনা স্মারক প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি।

অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র ও খোশবাজার এসডি কামিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র সেশনে-২০২৩ ভজিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সভাপতি আল রাকিব প্রান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জুলফিকার আলী, খোশবাজার এসডি কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক তমিজউদ্দিন আহমেদ, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবর রহমান প্রমুখ।

জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি বলেন, আজকে যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসঙ্গে আগামীতে আরো ভালো ফলাফল করে ভালো জায়গাগুলো দখল করতে হবে। আর যারা এর পরে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদেরকে আরো পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –