• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তামান্না বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ৮টার সময় জেলার রুহিয়া রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তামান্না বেগম রুহিয়া থানার কানিকুশালগাঁও (চাঁনপাড়া) গ্রামের মিছির আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তামান্না বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী মিছির আলী সিলেটে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। 

ট্রেনে কাটা পড়ে নিহতের সত্যতা নিশ্চিত করে রুহিয়া রেল-স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। জিআরপি পুলিশ ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে পৌছানোর আগেই নিহতের লাশ তার পরিবারের লোকজন নিয়ে যায়।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এমন খবর শুনে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ সুরতহাল করে বিস্তারিত তথ্য লিখিতভাবে জমা দেবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –