• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ের একটি মন্দিরে ১৪৪ ধারা জারি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে জন্মাষ্টমী পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের সনাতন ও ইসকন পন্থীদের মধ্যে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

আদেশে বলা হয়, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। বুধবার হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। এই পূজা সনাতন ও ইসকন অনুসারী দু’পক্ষই একই মণ্ডপে উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধরা জারি করে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হেসেন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –