• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

কারিগরি শিক্ষার প্রচারে ঠাকুরগাঁওয়ে ‌`আঞ্চলিক প্রচার সেমিনার`    

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

 
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে এক্সেলারেটিং এন্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অর্থায়নে কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার সংক্রান্ত র্যালি ও আঞ্চলিক প্রচার সভা  অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক মোঃ মহসিন (অতিরিক্ত সচিব),ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ (অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ASSET প্রকল্পের অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম (উপসচিব)। 

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদুর রহমানসহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে বক্তাগণ বলেন, ‌'কারিগরি শিক্ষায় বাংলাদেশ সরকারের অর্থায়নে সারাদেশে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে দেশকে উন্নত বিশ্বের পদমর্যাদায় নিয়ে যাওয়ার জন্য কারিগরিশিক্ষা সহায়ক ভূমিকা পালন করবে।' 

এসময় র্যালিতে শিক্ষার্থীগণ বিভিন্ন ধরনের স্লোগান দেন। স্লোগান সমূহ হলো: শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, একটাই লক্ষ্য হতে হবে দক্ষ,  বাড়ছে সুযোগ বাড়ছে কাজ কারিগরি শিক্ষা নেব আজ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –