• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রানীশংকৈলে সীমান্ত এলাকা হতে ভারতীয় ফেন্সিডিল আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

 
নিজস্ব গোয়েন্দা এবং সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ জগদল বিওপির টহলদল সীমান্ত পিলার ৩৭৪/৪-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘চেয়ারমানের ঘাট নামক স্থান হতে মালিকবিহীন ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়, যার সিজার মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। বুধবার বিকেলে নায়েব সুবেদার মো: আব্দুল মোতালেব এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।

টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকদ্রব্য রেখে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করা সম্ভব হয়নি।

আটককৃত ফেন্সিডিল পরবর্তীতে ধ্বংসের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –