• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের আর্টগ্যালারিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি হিসেবে সনদপত্রগুলো তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন।

সনদপত্র বিতরণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’এর অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক শেখ মজলিশ ফুয়াদ, অতিরিক্তি জেলা প্রশাসক মামুন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পিআইবির কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –