• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের ৮ জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ জনে। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালসহ ৮ জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।

রোববার (২০ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুরে ৯, লালমনিরহাটে ৪, কুড়িগ্রামে ১৬, নীলফামারীতে ১, গাইবান্ধায় ১২, ঠাকুরগাঁওয়ে ৩, পঞ্চগড়ে ১ ও দিনাজপুরে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে রংপুরে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ২৯ জনসহ জেলার ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ২৫ জনসহ জেলায় ৩, নীলফামারীতে ১৮, লালমনিরহাটে ১০, কুড়িগ্রামে ২০, গাইবান্ধায় ২৬, ঠাকুরগাঁওয়ে ১৮ এবং পঞ্চগড় জেলায় ১০ জনসহ পুরো বিভাগে মোট ১৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, এ বছর ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত  বিভাগে সর্বমোট ২ হাজার ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরমধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৮৬৩ জন বাড়ি ফিরে গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন ও দিনাজপুর এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন।

এদিকে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, হঠাৎ করেই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্তসহ চিকিৎসার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে ফিরেছিলেন। বর্তমানে ১৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –