• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে চোলাই মদ-ফেন্সিডিলসহ ৩ জন আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্যপারপুগী গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মামুন ইসলাম ওরফে মন্টু (২৫), মহুভাষী মাদারগঞ্জ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে দবিদুর রহমান (৫০) এবং ফকদানপুর কালিতলা গ্রামের বুলু মিয়ার ছেলে ফয়সাল হোসেন (২৫)।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ শিবগঞ্জ বাজারে অভিযান চালায়।

পুলিশ শিবগঞ্জ বাজারের পাবলিক টয়লেটের ভিতর হতে ৪০ লিটার চোলাই মদ ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে ফকদনপুর কালিতলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উভয় ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই ঠাকুরগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

মামলা নং-২৮ তাং-১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ও মামলা নং-২৯ তাং-১৮/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন।

আটককৃত আসামিদের শনিবার (১৯ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –