• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় শোক দিবসে সাহেদুল ইসলাম সাহেদ এর ব্যতিক্রমী উদ্যোগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত খাদেমুল ইসলামের সুযোগ্য সন্তান সাহেদুল ইসলাম সাহেদ।

আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) ঠাকুরগাঁও এর পৌর এলাকার মুন্সিপাড়া গোরস্হান নূরানী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মাহফিলের আয়োজন করেন। উক্ত দোয়া ও মাহফিলে সাহেদুল ইসলাম সাহেদ বঙ্গবন্ধুর সোনালি শৈশব, কৈশোরের মূল্যবোধ, এবং ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠায় অবদান তুলে ধরেন।

সাহেদুল ইসলাম সাহেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার ইতিহাসকে বদলে দিতে চেয়েছিলো পাকিস্তানিদের দোসর রাজাকার, আলবদর, আলশামসরা।

তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। প্রত্যেক উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মডেল মসজিদ নির্মাণের অবদানের কথাও তুলে ধরেন তিনি। যা এখন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিনত হয়েছে। দোয়া ও মাহফিলের মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শাহাদাত বরণকারী শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া ও মাহফিল শেষে সাহেদুল ইসলাম সাহেদ প্রায় ১০০ জন এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –