• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩  

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও শহরের মুসলিম নগর এলাকার আব্বাস আলীর ছেলে মোহাম্মদ আলম (২৭) ও মুন্সিপাড়া এলাকার মোজাহারুল ইসলামের ছেলে মাসুদ ইসলাম তাসিন (২২)।

গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবির।

তিনি জানান, শুক্রবার রাতে পৌর শহরের ডে-নাইট ক্লিনিকে অপারেশনের জন্য যান ডা. হামিদুর রহমান। ক্লিনিকের নিচে নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে উপরে যান তিনি। প্রায় ২০ মিনিট ধরে অপারেশন শেষে নিচে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। তিনি তাৎক্ষণিক বিষয়টি সদর থানায় জানালে পুলিশ শহরের আশপাশের বিভিন্ন পয়েন্ট চোকপোস্ট বসায়। সদর উপজেলার মন্দিরপাড়া গোবিন্দনগর ইক্ষু খামার এলাকায়ও চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টেই চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ আলম ও তাসিনকে গ্রেপ্তার করেন সদর থানার এসআই আতাউর রহমান।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত দুজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। আগেই আলমের বিরুদ্ধে ৭টি এবং তাসিনের বিরুদ্ধে ২টি মামলা ছিল। মোটরসাইকেল চুরির ঘটনায়ও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –