• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ৩৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২৩  

 
বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কোচ-রাজবংশী বর্মন সম্প্রদায়ের ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক অভিভাবকদের দায়িত্ব তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। কারণ আজকের এসব শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষা ছাড়া বিকল্প নেই।

এসময় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুর্বত কুমার বর্মন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন, বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের উপদেষ্টা ও আকচা ইউনিয়নের আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জ কুমার বর্মন, বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের সাধারণ সম্পাদক দীনবন্ধু বর্মন, প্রচার সম্পাদক সুকান্ত বর্মন উপস্থিত ছিলেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –